• সর্বশেষ আপডেট

    সাতকানিয়ার অস্ত্রধারী কাউকে ছাড় দেয়া হবেনা: ডিসি

     


    জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
    বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে বাংলানিউজকে এসব কথা বলেন তিনি।  
    তিনি বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
    এছাড়াও ঢাকা থেকেও গ্রেফতার হয়েছে আরও আটজন। যারা এ নির্বাচনী সহিংসতায় জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে।
     
    অস্ত্রধারীদের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
    মমিনুর রহমান বলেন, পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছি৷ বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বিচ্ছিন্ন করা হবে। ইতোমধ্যেই আমরা এ নিয়ে বৈঠক করেছি। খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।


    প্রকাশিত: বুুুধবার ১৬ ফেব্রুয়ারি ২০২২