• সর্বশেষ আপডেট

    কিয়েভের বাসিন্দাদের শহর ছাড়ার আহ্বান রাশিয়ার

     

     ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
    টেলিভিশন দেওয়া এক ভাষণে ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ইগর কোনাশেনকভ। তিনি বলেন, ‘আমরা কিয়েভের বাসিন্দাদের একটি নির্দিষ্ট রাস্তা ধরে শহর ছেড়ে যাওয়ার আবেদন করছি, যাতে আমরা নিরাপদ পথের গ্যারান্টি দিতে পারি। আমি আবারও বলতে চাই যে রাশিয়ান সেনারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে।’
    এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছেন, রুশ হামলার প্রথম চার দিনে রাশিয়ার সেনাবাহিনীর ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ১৯ ট্যাংক, ২৯ যুদ্ধবিমান, ২৯ হেলিকপ্টার এবং ৮১৬টি সামরিক পরিবহন বিমান ধ্বংস করেছে। তবে বিবিসি’র পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের এমন দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।


    প্রকাশিত: সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২