• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বিধিনিষেধ সরকারের পতন ঠেকাতে পারবেনা।

     

    সরকারের বিরুদ্ধে গণ-প্রতিরোধ এবং আন্দোলন দমিয়ে রাখার উদ্দেশ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। কিন্তু জনগণ যখন জেগে উঠেছে, তখন কোনও বিধিনিষেধই এই সরকারের পতন ঠেকাতে পারবে না বলে মনে করেন তিনি।শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।মান্না দাবি করেন, জনগণ জেগে উঠছে। দেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রতিরোধ গড়ে উঠেছে এবং এই ধারা অব্যাহত আছে। বহির্বিশ্বেও এই সরকার স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।বিবৃতিতে মান্না অভিযোগ করেন, করোনার ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়্যান্ট মোকাবিলায় ১১ দফা নির্দেশনা কার্যত সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ এবং বিরোধী রাজনীতিকে দমন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই নির্দেশনা অমূলক, অগণতান্ত্রিক এবং সরকারের ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ। 

    প্রকাশিত: শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২