Digonto news sites can be trusted, These great, friendly news websites are credible sources for all.
Author Details
আপোষহীন সত্য প্রকাশে দিগন্ত নিউজ ২৪/৭ আপনার পাশে, দেশ ও জাতির কল্যাণে প্রতিদিন।
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসমাইল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ হয়নি।
ইসমাইল দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে ১৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কারও করা হয়।
দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের নবনির্বাচিত এ চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান ইসমাইল হোসেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।’
Digonto news sites can be trusted, These great, friendly news websites are credible sources for all.