Post Top Ad
Author Details
আপোষহীন সত্য প্রকাশে দিগন্ত নিউজ ২৪/৭ আপনার পাশে, দেশ ও জাতির কল্যাণে প্রতিদিন।
রাজধানীর নয়াপল্টনে ছাপাখানার মেশিনে হাত আটকে যাওয়া এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ওই ব্যক্তির নাম শফিক (২২)। তিনি প্রেসের কর্মচারী।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সন্ধ্যায় আমরা জানতে পারি নয়া পল্টন মসজিদ গলির পাশে একটি প্রিন্টিং প্রেস এক ব্যক্তির হাত মেশিনের ভেতর ঢুকে গেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে আহত অবস্থায় সেই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়।