• সর্বশেষ আপডেট

    জাপান হাই কমিশনার এর পার্কভিউ হাসপাতাল পরিদর্শন।

     

    জাপান সরকারের বাংলাদেশ নিয়োজিত হাইকমিশনার নাওকি ইতো” নগরীর পার্কভিউ হাসপাতাল পরিদর্শন করেছেন। 

    আজ ১১ জানুয়ারী  মঙ্গলবার দুপুরে তিনি হাসপালটিতে পরিদর্শনে আসেন

    জাইকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সমন্ময়ে হসপিটাল বর্জ্য ব্যবস্থাপনা অংশ হিসেবে একটি ধোয়া বিহীন ইনসিনেরেটর স্থাপন করা হয়। যার অংশ হিসাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 
    অবস্থিত সকল হাসপাতালকে হসপিটালে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করার নির্দেশ প্রদান 
    করেন। 
     

    তারই অংশ হিসাবে পার্কভিউ হাসপাতালকে পাইলট (pilot) হসপিটাল হিসাবে বেছে 
    নিয়ে জাপানিজ হাইকমিশনার ও জাইকার এক্সপার্ট টিম পার্কভিউ হাসপাতাল পরিদর্শন করেন এবং দেখেন হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে হচ্ছে কিনা।
     

    এসময় তারা হসপিটালের বিভিন্ন ফ্লোরে বর্জ্য বিন সমূহ ও সেন্ট্রাল ওয়েষ্ট রুম পরিদর্শন করেন। পরিদর্শন পরবর্তীতে হাইকমিশনার বলেন, তিনি হসপিটালের  পরিস্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরির্দশন করে খুবই আনন্দিত, সর্বশেষ তিনি হাসপাতালের ম্যানেজমেন্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ প্রদান করেন। 

     এসময় হাইকমিশনার এর সাথে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর  মোরশেদ আলম পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার  তালুকদার জিয়াউর রহমান শরীফ, মার্কেটিং ম্যানেজর জাহেদুল ইসলাম, অফিসার 
    আবু আহমেদ, অফিসার আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৈয়ব আলী সহ জাইকা 
    এক্সপাট টিমের সদস্য বৃন্ধ ও পার্কভিউ হসপিটালের কর্মকর্তা -কর্মচারী বৃন্ধ।

    প্রকাশিত: মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২