Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  পরিবহন মালিকরা চাইলেন মেঘ, সরকার দিলো বৃষ্টিঃঐক্য ন্যাপ


  গণরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেছে ঐক্য ন্যাপ নামের একটি সংগঠন। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম এ সবুর বলেন, ‘পরিবহন মালিকরা ডিজেলের দাম কমানোর দাবিতে আন্দোলন করেছেন, সরকার গাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। তারা চাইলেন মেঘ, সরকার দিলো বৃষ্টি।’

  সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঘুষ-দুর্নীতি, লুটপাট, নারী-শিশু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঐক্য ন্যাপ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

  এস এম এ সবুর বলেন, ‘দ্রব্যের দাম বৃদ্ধির ফলে দৈনন্দিন খরচ দেড় থেকে তিনগুণ বাড়বে, এর ফলে সাধারণ মানুষের নাভি‍‍শ্বাস ওঠবে, মধ্যবিত্তরা নিম্নবিত্তে পরিণত হবে, দারিদ্র্যের হার বাড়বে।’

  ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধ করেছিলাম রিকশাচালক, চা ওয়ালা, থালা-বাটি ওয়ালা, সাধারণ মানুষ পেট পুরে দুবেলা ভাত খাবে, মুক্ত জীবন যাপন করবে, শোষণ থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ এ দেশে মাথা উঁচু করে বাঁচবে। কিন্তু এখন আমরা কী দেখছি। বাস মালিকদের সঙ্গে মিলে নাটক করে মূল্য বৃদ্ধির ধাক্কা সাধারণ মানুষের ওপর বহাল করলো সরকার।

  প্রকাশিত: সোমবার ০৮ নভেম্বর ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad