• সর্বশেষ আপডেট

    বগুড়ার ৮ ইউনিয়নের ছয়টিতে নৌকার পরাজয়

      


    তৃতীয় ধাপে বগুড়ার সদর উপজেলার আট ইউনিয়নে রবিবার (২৮ নভেম্বর) ভোট হয়েছে। এতে মাত্র দুটিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। বাকি ছয় ইউনিয়নে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন।

    নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম মৃধা মোটরসাইকেল প্রতীকে পাঁচ হাজার ৯১৫, লাহিড়ীপাড়ায় বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আবু নাসের পাঁচ হাজার ৮৭৮, নামুজা ইউনিয়নে নৌকার রফিকুল ইসলাম ৯ হাজার ৪৫৯, গোকুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে জিয়াউর রহমান জিয়া পাঁচ হাজার ৭৫৯, সাবগ্রাম ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ফরিদ উদ্দিন সরকার, নিশিন্দারা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে সহিদুল ইসলাম ছয় হাজার ৯৯২, শাখারিয়া ইউনিয়নে নৌকার এনামুল হক রুমি ৪ হাজার ৭৯ ও নুনগোলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকে বদরুল আলম জয় পেয়ছেন।

    রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৩৫, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৩ এবং সাধারণ সদস্য পদে ২৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    প্রকাশিত: সোমবার  ২৯ নভেম্বর ২০২১