• সর্বশেষ আপডেট

    গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

      

    বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

    তিনি বলেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। আপাতত সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

    এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যে প্যানেল মেয়র গঠন করা হয়।

    গত ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১