• সর্বশেষ আপডেট

    ফরাঙ্গীরখিল গৌতমমুণি বিহারে কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠিত

      


    চট্টগ্রামের  ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গিরখিল গৌতমমুণি বিহারে কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠান ৫ নভেম্বর (শুক্রবার) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

     উদ্বোধনী বক্তব্য রাখেন ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহার সেবক কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার দুলাল কান্তি বড়ুয়া। 

    স্বাগত বক্তব্য রাখেন ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহার সেবক কমিটির সাধারণ সম্পাদক  লায়ন নিপু কান্তি বড়ুয়া।

    মুখ্য আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন ফটিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি শ্রীমৎ ভদন্ত সুগতপ্রিয় মহাথেরো। 
    বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত শ্রীমৎ সুমনাতিষ্য মহাথেরো, কর্ণফুলী নালন্দা বিহার ও পরিচালক এবং বেতবুনিয়া শীলছড়ি অভয়ারন্য ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো, নানুর চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ এল ধর্মরত্ন থেরো, উত্তর ডাবুয়া বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জ্যোতিশাক্য থের, হলদিয়া কুঞ্জবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ শান্তিজ্যোতি থের। 


    প্রধান সদ্ধর্মালোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের মহাসচিব ভদন্ত শ্রীমৎ বিপুলাসেন মহাথেরো। বিশেষ সদ্ধর্মালোচক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব ভদন্ত শ্রীমৎ বিপুলাবংশ থেরো, আবদুল্লাহপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ এম. ধর্মবোধি থেরো ও লাটিছড়ি চুলামনি বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বোধিজ্ঞান থের। 

    পঞ্চশীল প্রার্থনা করেন ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহার সেবক কমিটির সভাপতি রতন বড়ুয়া। 

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মানিক চন্দ্র বড়ুয়া সংগীত পরিবেশন করেন ইচ্ছে বড়ুয়া ও নিশান বড়ুয়া এসময় আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক বাচ্চু বড়ুয়া, সমাজ সেবক সন্তোষ বড়ুয়া,কমলেন্দু বড়ুয়া,জীসু বড়ুয়া, রাজু বড়ুয়া,চম্পা কলি বড়ুয়া, রনি বড়ুয়া  সহ অনেকে।

    প্রকাশিত: শুক্রবার ০৫  নভেম্বর ২০২১