• সর্বশেষ আপডেট

    এবার সম্প্রীতি মিছিল করবে বিএনপি

      


    দেশের চলমান ‘সাম্প্রদায়িক হামলার’ ঘটনার প্রেক্ষাপটে ধর্মীয় সহমর্মিতা রক্ষার আহ্বানে সম্প্রীতি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রীতি মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্যরাও অংশগ্রহণ করবেন। দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, দেশে বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনার প্রতিবাদে মানুষকে ধর্মীয় সহিষ্ণুতার আহ্বান জানিয়ে সম্প্রীতি মিছিল করবে বিএনপি। মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রশাসনের অনুমতি সাপেক্ষে রাজধানীতে এ মিছিল হতে পারে। তবে, দিনক্ষণ এখনও চূড়ান্ত নয় বলেও দাবি করেছেন স্থায়ী কমিটির একজন সদস্য।

    আজ সোমবার (২৫ অক্টোবর) বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংবাদ সম্মেলনে তিনি এ প্রসঙ্গেও কথা বলতে পারেন এবং কর্মসূচির বিষয়টি উল্লেখ করতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

    এর আগে ১৭ অক্টোবর অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বর্তমান ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা’র পরিপ্রেক্ষিতে দুটি কমিটি গঠন করে বিএনপি। এর মধ্যে একটি কমিটি দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে উপদ্রুত এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করে সহমর্মিতা প্রকাশ করেছে। দ্বিতীয় আরেকটি কমিটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে ঘটনাগুলোর তদন্ত করছে।


    প্রকাশিত: সোমবার ২৫ অক্টোবর ২০২১