Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  শিশুপুত্রকে অস্ত্র চালানো শেখালেন বিচারক পিতা, ভিডিও ভাইরাল

    

  ঢাকা: নিজের দুই শিশুপুত্রের হাতে পিস্তল তুলে দিয়ে গুলি ছোড়ার কৌশলও শেখাচ্ছেন এক বিচারক বাবা!

  চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জুয়েল তার দুই শিশুপুত্রকে আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

  ভিডিওটির সত্যতা স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।

  অনেক আগে বেড়াতে গিয়ে শখের বশে ভিডিওটি করা হয় বলে দাবি করেন তিনি।

  জাহিদুল ইসলাম জুয়েল বলেন, আমি যখন সুন্দরবন কয়রা এলাকার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম তখনকার ঘটনা এটি।

  সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছে।

  বাচ্চাদের আগ্নেয়াস্ত্র চালনা শেখানো নৈতিকভাবে কতটুকু ঠিক— এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, এটা বাচ্চারা শখ করে করেছে।

  তবে এটা করা ঠিক হয়নি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।


  প্রকাশিত: সোমবার ০৪ সেপ্টেম্বর, ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad