• সর্বশেষ আপডেট

    করোনা রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিল পুলিশ


    মাহমুদ আরাফ মেহেদিঃ চট্টগ্রাম  নগরীতে পুলিশের জরুরি অক্সিজেন সেবা প্রদান অব্যাহত রয়েছে। সোমবার সন্ধায় জরুরী ফোন পেয়ে সঙ্কটাপন্ন করোনা আক্রান্ত রোগী্র বাসায় নিজ কাধে  অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে আকবরশাহ  থানার এএসআই মোঃ জুয়েল রানা। তিনি জানান, আকবরশাহ থানাধীন সঙ্কটাপন্ন এক করোনা আক্রান্ত রোগীর জন্য জরুরী অক্সিজেনের প্রয়োজন হলে আক্রান্ত রোগীর স্বজনরা আকবরশাহ থানায় কল করেন।


    বিষয়টি জানা মাত্রই আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরের নির্দেশে এএসআই মোঃ জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ করোনা আক্রান্ত রোগীর বাসায় অক্সিজেন পৌঁছে দেন। করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে বন্দর নগরীর জনসাধারণের প্রয়োজন বিবেচনায় সিএমপি কমিশনারের নির্দেশে সকল থানা থেকে একযোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    নগরীর জনসাধারণকে অক্সিজেনের জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।


    এবিষয়ে এএসআই মোঃ জুয়েল রানা দিগন্ত নিউজকে জানান, সিএমপি কমিশনারের নির্দেশে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মহামারী কোভিট-১৯ করোনা সাথে কঠোর লকডাউনের মাঝে নিজের করোনা ভাইরাসের আক্রান্তের ঝুঁকি উপেক্ষা  করে করোনা ভাইরাসে আক্রান্ত রুগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিলাম। সকলের কাছে দোয়া চাই, যেন জীবনের শেষ নিঃশ্বাস পযর্ন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

    প্রকাশিত: মঙ্গলবার ২৭ জুলাই, ২০২১