• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ১০ মিনিটে ২ ডোজ টিকা নেওয়া ব্যক্তি পর্যবেক্ষণে

      


    কুষ্টিয়ায় বাশারুজ্জামান নামের এক ব্যক্তি ১০ মিনিটের ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা পেয়েছেন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাশারুজ্জামান (৩৮) খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাসিন্দা।

    বর্তমানে তাকে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে টিকা নেওয়ার পর ৯ ঘণ্টা অতিবাহিত হলেও রাত পৌনে ১০টা পর্যন্ত তার শারীর কোনও সমস্যা দেখা দেয়নি।

    কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এসব তথ্য উল্লেখ করে বলেন, ‘ওই ব্যক্তি প্রথমবার টিকা নিয়ে আবারও কেন্দ্রে আসেন। স্বাস্থ্যকর্মীরা তার টিকার কার্ডটি পরীক্ষা করে দ্বিতীয়বার টিকা দিয়ে দেন। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় কোনও ধরনের কমিটি গঠন করা হয়নি। তার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে।’

    সিভিল সার্জন আরও বলেন, ‘বাশারুজ্জামান নিজেও বলেননি তিনি ১০ মিনিট আগেই টিকা নিয়েছেন। আর স্বাস্থ্যকর্মীরাও বিষয়টি পরীক্ষা করেননি। ফলে তিনি দুইবার টিকা পেয়েছেন।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২৯ জুলাই, ২০২১