• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নাটোরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু


    নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতি (৬) ও ফেরদৌসী (৬) নামের দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনানগর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

    জানা যায়, রাজিকুল ইসলামের ওই দুই জমজ মেয়ে বাড়ির পাশেই খেলা করছিল। দুপুরের দিকে তাদের দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে দুইবোনকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

    জমজ শিশুর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক।

    প্রকাশিত: বৃহস্পতিবার ০৩ জুন, ২০২১