Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নোয়াখালীতে প্রথম আলো সাংবাদিক রেজিনা আক্তারের উপর নির্যাতন ও আটকের প্রতিবাদে মানববন্ধন


  মোঃ ইব্রাহিম নোয়াখালীঃ- নোয়াখালীতে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রেজিনা আক্তার সচিবালয়ে তথ্য সংগ্রহের সময় তার উপর নির্যাতন ও তাকে আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

  এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ,একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দেশ রুপান্তরেরজেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ,ইনডিপেনডেন্ট টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাসের মন্জু সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা আক্তার কে অবিলম্বে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান। একই সাথে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আন্দোলন আরও কঠোর করা হবে।

  প্রকাশিত: মঙ্গলবার ১৮ মে, ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad