• সর্বশেষ আপডেট

    রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল , রফিকুল কারাগারে


    রাজধানীর পল্টন থানার পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    সোমবার (১০ মে) দুপুরে সাড়ে ১২টার দিকে মামুনুলকে মুখ্য মহানগর আদালত (সিএমএম) হাজির করা হলে শুনানি শেষে বিচারক নিভানা খায়ের জেসি এই আদেশ দেন।

    আসামি পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ। এই আবেদন আমলে নেননি বিচারক।

    মামুনুলকে আদালতে উপস্থিত করা উপলক্ষে আদালতের আশপাশের এলাকা ঘিরে কড়া অবস্থান নেয় পুলিশের কয়েকশ সদস্য। সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়।

    সাড়ে ১২টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে মামুনুলকে এনে প্রথমে সিএমএম আদালতের গারদখানায় রাখা হয়ে। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এজলাসে।

    আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘দুই আসামির বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’


    প্রকাশিত: সোমবার ১০ মে, ২০২১