• সর্বশেষ আপডেট

    গাজায় হামলার যবাবে হামাসের দেড় হাজার রকেট হামলা, ৬ ইসরায়েলি নিহত



    ইসরায়েলির সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে ছয় ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আটজন। খবর আল জাজিরার।

    নিহতদের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য, ১৬ বছরের বালিকা ও তার ৫২ বছর বয়সী বাবা রয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। জেরুজালেমের বিমান হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে প্রায় দেড় হাজার রকেট ছুঁড়ে হামাস।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (১২ মে) আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। ইসরায়েলি হামলায় গাজার একটি বহুতল ভবন ভেঙে পড়েছে। আরেকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

    সহিংসতা প্রশমনে মিসর, কাতার ও জাতিসংঘের অস্ত্রবিরতি চেষ্টা কাজে আসছে না। ২০১৪ সালের যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই।


    প্রকাশিত: বুধবার ১২ মে, ২০২১