Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল সপরিবারে করোনা আক্রান্ত


  সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাব প্রধান ডা. শাকিল আহমদ। এর আগে গত বছরও করোনা আক্রান্ত হন তিনি।


  রোববার (৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে করোনা আক্রান্তের বিষয়টি জানান তিনি।

  তিনি ফেসবুকে লিখেছেন- ‘করোনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। অতিমারির শুরু থেকেই দিনরাত লেগে আছি করোনার সাথে। করোনাও মনে হয় আমাকে ছাড়ছে না। আজ কয়েকদিন হালকা জ্বর, গায়ে ব্যথা, গলা ব্যাথায় ভুগছিলাম। এতো ব্যস্ততা যে তা নিয়েই অফিস করছি। দুদিন আগে আমার স্ত্রী পুত্রদেরও একই লক্ষণ দেখা দেওয়ায় আজ তাদের টেস্ট করালাম। তারা দুজনেই পজিটিভ। আৎকে উঠে নিজের টেস্টও করালাম। আমিও পজিটিভ। অথচ গতবছর মে মাসেই আমার করোনা পজিটিভ হয়েছিল। এ বছর দুই ডোজ ভ্যাকসিন নেওয়াও শেষ করেছি। তারপরও আবার করোনা!! মনে হয় করোনা আর আমি দুজনে দুজনার হয়ে গেছি! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন


  প্রকাশিত: সোমবার ১০ মে, ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad