• সর্বশেষ আপডেট

    আকবরশাহ থানা পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত


    আকবরশাহ থানা পুলিশের উদ্যোগে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক বিতরণ চলছে।

    পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।



    ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’, ‘সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’, মাস্ক পড়ুন সেবা নিন, করোনার নতুন ঢেউ আটকে দিন’ ‘জনসমাগম এড়িয়ে চলি, সকলে মিলে সুস্থ থাকি’ এ রকম জনসচেতনতামূলক স্লোগান নিয়ে মঙ্গলবার দুপুরে আকবরশাহ থানা থেকে একটি জনসচেতনতামূলক গাড়ি র‌্যালি বের করা হয়।এটি থানা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    চট্টগ্রাম মেট্টোপলটন পুলিশের সিনিয়র সহকারি কমিশনার মোঃ আরিফ হোসেনের দিকনির্দেশনায় আকবরশহ থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জহির হোসেনের সহযগিতায়, এই বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও মাস্ক বিতরন করেন আকবরশাহ থানার উপ-পরিদর্শক এস আই বদিউল আলম, সহকারী উপ- পরিদর্শক এ এস আই জুয়েল রানা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।


    র‍্যালির পাশাপাশি পুলিশস কর্মকর্তারা পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক, সিএনজিচালক, বাসচালক এবং বাসযাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।  

    এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক পরামর্শ দেয়।


    প্রকাশিত: মঙ্গলবার ২৩ মার্চ, ২০২১