• সর্বশেষ আপডেট

    ছাগল চুরির মামলায় ফাঁসানো হয়েছে-দাবি সেই ছাত্রলীগ নেতার!


    মাদারীপুরে প্রাইভেটকারে ছাগল চুরির ঘটনায় জড়িত নন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুহিন দর্জি।

    সোমবার (৮ মার্চ) রাতে শহরের ইটেরপুল এলাকায় নিজ বাসভবন প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এই বিষয়টি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ছাগল চুরির ঘটনার মামলার বাদী ও অন্য আসামিরাও উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে তুহিন দর্জি দাবী করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ছাগল চুরির ঘটনায় তাকে ফাঁসিয়ে মামলায় আসামি করতে বাদীকে চাপ প্রয়োগ করেছেন। আসামির তালিকায় তার নাম না দিতে চাইলেও অন্য একটি মহলের কারণে তাকে আসামি করা হয়েছে।

    তবে তুহিন দর্জি জানান, অন্য কয়েকজন দুষ্টামি করে একটি ছাগল নিয়ে যাবার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সেই চুরি করা ছাগল মালিকের কাছে ফিরিয়ে দেয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি নিয়ে নানা দিক থেকে আপত্তিকর কথাবার্তা ছড়িয়ে পড়ে।

    নিজেকে নির্দোষ দাবী করে তুহিন দর্জি বলেন, মূলত সম্মানহানি করার জন্যই ষড়যন্ত্র করে এ কাজ করা হয়েছে। যে হাস্যকর মামলায় ফাঁসানো হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ছাত্রলীগের হারানো পদ ফিরে পাবার দাবী জানিয়েছেন তিনি।

    ছাগল চুরির মামলার বাদী লোকমান মালোত জানান, মামলায় কাদের আসামী করা হয়েছে তাদের আমি চিনতাম না। আমরা মিমাংসা হয়ে গেছি। মামলাও তুলে নেয়া হবে।’

    অন্যদিকে চুরির কথা স্বীকার করেন আটকৃত অন্য চারজন, তারা বলেন এই ঘটনার সাথে তুহিন ভাই জড়িত না। আমরা চারজন রাস্তার পাশ থেকে ছাগলটি চুরি করলেও তুহিন ভাই সেই ছাগল ফেরত দেয়ার জন্য আমাদের সাথে গেলে সেখানে পুলিশ আমাদের ৫ জনকেই আটক করে। আমরা যে ভুল করেছি সেই শাস্তি পেয়েছি। আমরা এরকম আর কোন কাজ কখনো করবো না। তবে আমাদের জন্য কেন তুহিন ভাই দোষী হবে।’ আমরা চাই তুহিন ভাই যে সম্মানহানী হওবার হয়েছে তবে তার হারানো সহ-সভাপতি পদ ফিরে যেন পায়।

    প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পখিরা এলাকায় ছাগল চুরির ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকার থেকে চুরি হওয়া ছাগল উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তুহিন দর্জি ও তার চার সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী, রবিউল ইসলাম ও মাহবুব তালুকদারকে আটক করে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় ছাগল চুরির অভিযোগ এনে ৫ জনের নামে লোকমান মালোত নামে এক কৃষক মামলা দায়ের করেন।

    পরদিন শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামীদের হাজির করা হলে বিচারক সাইদুর রহমান ৫ জনকেই কারাগারে পাঠানো নির্দেশ দেন।

    এদিকে এ ঘটনায় তুহিন দর্জিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।


    প্রকাশিত: বুধবার ০৯ মার্চ, ২০২১