• সর্বশেষ আপডেট

    চট্টগ্রাম কারাগার থেকে পালানো আসামি রুবেল নরসিংদীতে গ্রেপ্তার

     

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি 
    ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ 
    মঙ্গলবার সকালে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি  মোহাম্মদ নেজাম উদ্দীন।

     তিনি জানান, রুবেল নরসিংদী জেলার রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা 
    হতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
    এর আগে গত শনিবার সকাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা 
    ফরহাদ হোসেন রুবেল নিখোঁজ হন। এ ঘটনা জানিয়ে শনিবার সকালে 
    নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর রাতে মামলা  করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

    ঘটনার তদন্তে কারা অধিদপ্তরের গঠিত কমিটিতে কারা উপ-মহাপরিদর্শক 
    মো. ছগীর মিয়ার সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার 
    ইকবাল হোসেন এবং বান্দরবান জেলা কারাগারের ডেপুটি জেলার ফোরকান 
    ওয়াহিদ। এই ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও আলাদা একটি 
    তদন্ত কমিটি করা হয়েছে।

    পরে কারাগারের যেসব সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজ সংগ্রহ করে 
    বিশ্লেষণ করে তদন্ত কমিটি। এক পর্যায়ে গতকাল সোমবার রাতে কারা 
    কর্তৃপক্ষ নিশ্চিত হন, রুবেল ছাদ থেকে লাফ দিয়ে দেয়াল পার হয়ে 
    পালিয়েছেন।

    এদিকে এ ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও 
    ডেপুটি জেলার আবু সাদাতকে প্রত্যাহার এবং দুই কারারক্ষীকে বরখাস্ত করা 
    হয়েছে; পাশাপাশি একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

    প্রকাশিত: মঙ্গলবার ০৯ মার্চ, ২০২১