• সদ্যপ্রাপ্ত সংবাদ

    প্রগতি ইন্ডাস্ট্রিজ লি.এর অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।


    দেশীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয়ের অন্যতম অঙ্গ বিভাগ  প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. এর অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে  নির্বাচনে  সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (প্রশাসন) ও প্রশাসন বিভাগীয় প্রধান  মো.আবদুল খালেক ।  সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উর্ধ্বতন শাখা কর্মকর্তা(বিপণন বিভাগ) এইচ এম আল আমীন।

    গত ২২ ফেব্রুয়ারী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রগতির প্রধান কার্যালয় মিলনায়তনে নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রগতি ইন্ডাষ্ট্রিজ লি. অফিসার্স এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার ও প্রগতির অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. রেজাউল করিম।

    এ সময় নির্বাচন কমিশনার রেজাউল করিম ধারাবাহিক ভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করেন  নির্বাচনে  অন্যান্য বিজয়ীরা হলেন মো. ছিদ্দিকুর রহমান দেওয়ান (সহ-সভাপতি), পুষ্পেশ্বর সিংহ রায় (সহ-সভাপতি), মুহাম্মদ জসিম উদ্দীন কনক (যুগ্ম সম্পাদক), আশিকুর রহমান সুমন (সাংগঠনিক সম্পাদক), মো. খায়রুল বাশার (দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ওবাইদুল কবির (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), গোলাম রাব্বি মো. সাদাত হোসেন (অর্থ সম্পাদক)। এছাড়া নির্বাহী সদস্য পদে সহকারী প্রকৌশলী সৈয়দ হেলাল উদ্দীন, ডেইজি সুলতানা, মার্সিয়া আফরিন ও মো. সাজ্জাদ হোসেন রাসেল নির্বাচিত হয়েছেন।

    বিজয়ী অফিসার নেতৃবৃন্দ আগামী দুই বছর  দায়িত্বপালন করবেন।


    প্রকাশিত: বুধবার ২৪ ফেব্রুয়ারি, ২০২১