• সর্বশেষ আপডেট

    ময়মনসিংহে তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার!


    ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালী ওয়াপদা মােড় থেকে  দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

    এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি  পিস্তল, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

    বুধবার (২৩ ডিসেস্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, মো. শাকিব (২০), মো. হাবিবুর রহমান (২৬) ও সো. সুজন মিয়া (৩৮)।

    বিকালে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    এ বিষয়ে র‍্যাব-১৪’র সিনিয়র এএসপি জুনাইদ আফ্রাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নগরীর কেওয়াটিখালী ওয়াপদা মােড় এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
    মোঃ ফজলুল হক ভুঁইয়া

    প্রকাশিত: বুধবার, ২৩ ডিসেমম্বর, ২০২০