Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন


  নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে সম্মিলিত বৌদ্ধ নাগরিক পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৩ বারের সাবেক সফল মেয়র মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা টিংকু বড়–য়ার সভাপতিত্বে সনত কুমার বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চট্টলবীরের প্রতি দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

  স্মরণ সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম
  চৌধুরী বলেন-চিরজাগ্রত, মৃতুঞ্জয়ী মহিউদ্দিন চৌধুরী মানবসেবক ছিলেন বলেই সকল
  ধর্ম ও সম্প্রদায়ের কাছে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের কাছে চির স্মরণীয় হয়ে আছেন।
  বৌদ্ধ সম্প্রদায়ের চট্টগ্রাম শহরে কোন সার্বজনীন শ্মশান ছিল না। আপনাদের দাবির
  পরিপ্রেক্ষিতে বৌদ্ধ ধর্মালম্বীদের শবদাহ করার জন্য চান্দগাঁওয়ে সিটি কর্পোরেশনের
  উদ্যোগে শ্মাশান নির্মাণ করেছিলেন। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নাগরিকদের
  সুখশান্তির কথা চিন্তা করে হোল্ডিং টেক্স বাড়ায়নি। আমিও আপনাদের ভোটে নির্বাচিত
  হলে মহিউদ্দিন চৌধুরীর প্রদাঙ্ক অনুসরণ করব। যুব সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে
  নিজের জীবন বাজি রেখে হলেও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাব।
  স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া, একুশে
  পদকপ্রাপ্ত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়–য়া,
  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য
  ডা. বিদুৎ বড়–য়া, এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন
  পুত্র মো. বোরহান উদ্দিন সালেহীন, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
  মিথুন বড়–য়া, বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়–য়া, বৌদ্ধ কৃষ্টি
  প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়–য়া, সাবেক ছাত্রনেতা ভিপি উত্তম
  কুমার বড়–য়া, যুবলীগ নেতা ও চট্টগ্রাম মেডিকেল বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য
  স্বরূপ বিকাশ বড়–য়া বিতান, প্রণব রাজ বড়–য়া, নগর যুবলীগ নেতা কাজল প্রিয় বড়–য়া,
  বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌ: সীমান্ত বড়–য়া, প্রকৌ: পলাশ
  বড়–য়া, সীবলী সংসদ সভাপতি বিকাশ বড়–য়া, নারী নেত্রী রেবা বড়–য়া, ছাত্রলীগ নেতা
  ছোটন বড়–য়া রুহিত, সম্যক শুভ বড়–য়া প্রমুখ। স্মরণ সভায় বৌদ্ধ সংগঠন সমূহের
  নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি
  প্রকৌ: পরিতোষ কুমার বড়–য়া, স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভুষণ বড়–য়া, প্রাক্তন অধ্যক্ষ
  দীপক বড়–য়া, সংগঠক প্রীতিশ রঞ্জন বড়–য়া, চট্টগ্রাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির
  সাধারণ সম্পাদক শচী ভূষণ বড়–য়া, কাতালগঞ্জ নবপÐিত বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির
  সাধারণ সম্পাদক কমলেন্দু বিকাশ বড়–য়া, মোমিন রোড সার্বজনীন বৌদ্ধ বিহার
  পরিচালনা কমিটির সভাপতি অলক বড়–য়া বিটু, প্রকৌ: বিধান চন্দ্র বড়–য়া, বৌদ্ধ নেতা
  লোকপ্রিয় বড়–য়া, রঞ্জন রশ্মী বড়–য়া, অতীশ দীপঙ্কর সভাপতি সনত বড়–য়া, সংগঠক
  সূর্যসেন বড়–য়া শঙ্কু, তাপস কুমার বড়–য়া, বিধান বড়–য়া, চন্দন বড়–য়া, বৌদ্ধ নারী
  নেত্রী রেখা বড়–য়া, পূর্ণিমা বড়–য়া, দোলা চৌধুরী, শুভ্রমনিয়াম বড়–য়া, ত্রিরতœ সাধারণ
  সম্পাদক কমল বড়–য়া, দোলন বড়–য়া প্রমুখ।
  সভায় আলোচনায় অংশগ্রহণকারী বৌদ্ধ নেতৃবৃন্দ বলেন সর্বজনের সেবক মানবতাবাদী
  বলেই চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী সকল সম্প্রদায়ের কাছে চিরস্মরণীয় মৃত্যুঞ্জয়ী একটি

  প্রকাশিত: রবিবার, ২০ ডিসেমম্বর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad