Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  মহাসমাবেশের ঘোষণা ইসলামী ঐক্যজোটের


  কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে জাতীয় পতাকা, জাতীয় সংগীত, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভূক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং আহমদ শফি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেয়ার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

  শনিবার (২৬ ডিসেম্বর) রাজনৈতিক এই সংগঠনের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, আগামী ২ এপ্রিল ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে ফিৎনাবাজ ও শাপলা চত্বরের সমাবেশ থেকে পালিয়ে যাওয়া মিথ্যাচারীদের শ্বেতপত্র প্রকাশ করা হবে।

  বিবৃতিতে আরও বলা হয়, কোরআনে কোথাও ভাস্কর্যের কথা উল্লেখ নাই, তাই ভাস্কর্য আর মূর্তি একই কিনা সেটা গবেষণার বিষয়, একই হলে কোরআন হাদিসের আলোকে ভাস্কর্য নির্মাণের পক্ষে নয় ইসলামী ঐক্যজোট।

  একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করলেও জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ভাস্কর্য ভাঙার বিষয়ে কোন কথা বলছে না বলেও বিবৃতিতে অভিযোগ করে সংগঠনটি। বিএনপি-জামায়াতের মদদে শান্তি বিনষ্ট করতেই ফিৎনা ছড়াচ্ছে ঐ গোষ্ঠী এমন দাবিও করে ইসলামী ঐক্যজোট।

  প্রকাশিত: শনিবার, ২৬ ডিসেমম্বর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad