• সর্বশেষ আপডেট

    ভাস্কর্য ইস্যুতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত


    ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের শীর্ষ আলেম-উলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম।

    বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
     
    বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম এ তথ্য জানান।

    হেফাজত সূত্র জানায়, সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নূর হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতারা অংশগ্রহণ করবেন। সম্প্রতি মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক তিনজন আলেমের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবে হেফাজতের নেতারা।

    উল্লেখ্য, জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় হেফাজত আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলা দুটি আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়া হয়েছে।


    প্রকাশিত: বুধবার, ০৯ ডিসেমম্বর, ২০২০