• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোয়াখালিতে বৃদ্ধকে কুপিয়েছে যুবলীগ কর্মীরা


    নোয়াখালির সেনবাগ উপজেলার উন্দানিয়া গ্রামে সাইদুল হক ভুইঁয়া নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে স্থানীয়  যুবলীগ নেতা কর্মীরা।

    সোমবার ৭ ডিসেম্বর সকাল ৮টার সময় এই ঘটনা ঘটে।

    পরে মুমুর্ষ অবস্থায়  আহত বৃদ্ধকে উদ্ধার করে মাইজদি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা যায় সোমবার  সকালে সাইদুল হক ভুইঁয়া নিজ বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে, এলাকার স্থানীয় যুবলীগ নেতা মো. আলীর নেতৃতে ২০/২৫জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ি কোপাতে থাকে।

    এসময় বাবাকে  রক্ষা করতে  ছেলে মেয়েরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের উপর  হামলা কর্‌ এসময় সাইদুর রহমানে ছেলে গিয়াস উদ্দিন বাদল,আজাদ ভুইঁয়া জেসি, মো. সোহেল সাবিনা ইয়াসমিন সুইটি, রুমানা আক্তার রুমা গুরুতর আহত হয়।,

    এঘটনায় সেনবাগ থানায় মামলা করেন সাইদুল হকের পরিবার তবে দুদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
    প্রকাশিত: মঙ্গলবার, ০৮ ডিসেমম্বর, ২০২০