• সদ্যপ্রাপ্ত সংবাদ

    আল্লাহ ছাড়া আর কাউকে শেখ হাসিনা ভয় করেন না!


    চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও আমরা ক’জন মুজিব সেনা ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, কারও হুমকি-ধামকিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না। শেখ হাসিনা হুমকি-ধামকিতে ভয় পান না। তিনি শুধু আল্লাহকে ভয় করেন, আর কাউকে নয়।

    বুধবার (০২ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরের দোস্তবিল্ডিং চত্বরে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

    বিদ্যুৎ বড়ুয়া বলেন, তুরস্ক জুড়ে রয়েছে তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের অগণিত ভাস্কর্য, পাকিস্তানে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, বেনজীর ভূট্টোসহ অনেকের ভাস্কর্য। তারা এসব কি জানেন না? নাকি জেনেই বিরোধিতা করছেন? বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলার ঐতিহ্য, এটি আমাদের বাঁচিয়ে রাখতে হবে।  

    তিনি বলেন, আমরা জানি, আপনারা ষড়যন্ত্রে লিপ্ত। ভাস্কর্যের বিরোধিতা ষড়যন্ত্রেরই একটা অংশ। ষড়যন্ত্র, হুমকি-ধামকি এগুলোকে শেখ হাসিনা ভয় পান না। একমাত্র আল্লাহকে ভয় করেন এবং আর কাউকে নয়। মামুনুল গংরা বিএনপি-জামায়াত শিবিরের এজেন্ট। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

    সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ বিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য তারেক ইমতিয়াজ ইমতু, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের ভিপি আবু তাহের, ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি মোহাম্মদ ইউনুচ, আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানা।

    বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মিঠু কুমার শীল, স্বেচ্ছাসেবক লীগ রেয়াজউদ্দিন বাজার ইউনিট শাখার সাধারণ সম্পাদক এস এম জাবেদ হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাডভোকেট শান্তনু চৌধুরী, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মো. শাহজাহান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি সুমন, সদস্য মো. রফিকুল ইসলাম রুবেল, নুরুল আবছার, স্টেশন রোড ইউনিট ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, ফজলে আকবর তানভীর, সংগঠনের চান্দগাঁও শাখার আহ্বায়ক নূরউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম রহমান, সংগঠনের কোতোয়ালী থানা শাখার প্রতিনিধি ইমরান শুভ, ডবলমুরিং থানা শাখার প্রতিনিধি ওয়াহিদুর রহমান প্রাইম, বায়েজিদ থানা শাখার প্রতিনিধি সৌমেন ঘোষ, অন্তু দাশ, সদরঘাট থানা শাখার প্রতিনিধি গিয়াসউদ্দিন আহম্মদ জোনায়েদ, চকবাজার থানা শাখার প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ।


    প্রকাশিত: বুধবার, ০২ ডিসেমম্বর, ২০২০