• সর্বশেষ আপডেট

    আনোয়ারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার আটক


    মোঃওসমান, আনোয়ারা প্রতিনিধিঃ- চট্টগ্রামের তৈলার দ্বীপের সাঙ্গু নদীর চরে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

    রবিবার (১৫ নভেম্বর ) সাঙ্গু নদীর চরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ড্রেজার আটক করা হয়। এ সময় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

    অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,  এতে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন সাঙ্গু ক্যাম্প।

    অভিযান পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন,এর আগেও অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সতর্ক করে বালু উত্তোলনের যন্ত্রপাতি নষ্ট করা হয়েছিল। আদেশ অমান্য করে ফের বালু উত্তোলন করার দায়ে ৫০ হাজার   টাকা জরিমানা ও ১টি ড্রেজার জব্দ করা হয়।

    প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০