• সর্বশেষ আপডেট

    মামুনুল হককে প্রতিহত করতে বিভিন্ন এলাকায় অবস্থান নিবে ছাত্রলীগ!


    চট্টগ্রাম অফিসঃ  বঙ্গবন্ধুুুর ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মামুনুল হককে চট্টগ্রামে প্রবেশ করতে না দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে।


    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এমন ঘোষণা দেন।  

    মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের পরিচালনায় সমাবশে ছাত্রলীগের নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সম্পর্কে ও তার ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা মামুনুল হককে কিছুতেই চট্টগ্রামের মাটিতে আসতে দেওয়া হবে না। এই ধর্মব্যবসায়ী মামুনুল হক বার বার উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতির দুশমন হিসেবে চিহ্নিত হয়েছেন। তাই তাকে চট্টগ্রামের মানুষ ঘৃণার সঙ্গে প্রত্যাখান করেছে।

    সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, মামুনুল হক উগ্রবাদি বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুুুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। এই ঘৃণিত ব্যক্তি চট্টগ্রামকে জঙ্গি আস্তানায় পরিণত করতে চান। তাই চট্টগ্রামকে টার্গেট করেছেন। মামুনুল হক আকাশপথ, নৌপথ, সড়কপথসহ যে পথেই চট্টগ্রামে আসুক না কেন তাকে প্রতিহত করা হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করবেন।

    জঙ্গিবাদ বিরোধী ছাত্র ও যুব ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাংবাদিক নেতা মাসুদুল হক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।  

    সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন শাহ, আবুল হোসেন আবু, আরশেদুল আলম বাচ্চু, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সঞ্জয় ভৌমিক কংকন, শিবু প্রসাদ চৌধুরী, আকবর আলি আকাশ, ওসমান গনি আলমগীর, হাবিবুর রহমান তারেক, লিটন মহাজন, আজিজুর রহমান আজিজ, ফরহাদুল ইসলাম রিন্টু, মেজবাহ উদ্দিন মোরশেদ, মুসলেহ উদ্দিন আহমেদ শিবলি, আশিকুন নবী চৌধুরী, আবু সাঈদ সুমন, রাজিব হাসান রাজন, রাজেশ বড়ুয়া, শওকত আলম।  

    উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানবীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রুমি, নোমান চৌধুরী, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, রুমেল বড়ুয়া রাহুল, সৌমেন বড়ুয়া, মিজানুর রহমান মিজান।

    এদিকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইটে অবস্থান নেবেন বলে জানানো হয়েছে।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০