• সর্বশেষ আপডেট

    সারা দেশে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত!


    দিগন্ত নিউজ ডেস্ক রিপোর্টঃ  হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল " বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন "। এ উপলক্ষে শনিবার ( ৭ নভেম্বর) সকাল ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার এর সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার তাপস কান্তি বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার (ওয়াসিম) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর বি, আর, ডি, বি চেয়ারম্যান ফজলুর রহমান শাহ্ , বীর মুক্তিযোদ্ধা বাবু সুকোমল রায়, মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান। বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ ফয়সল,  মাসুদ রানা প্রমুখ। 

    নোয়াখালী জেলা পর্যায়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সকাল ১০.৩০ ঘটিকায় বেলুন, ফেস্টুন, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। এরপর সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক, নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নোয়াখালী এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপক জ্যোতি খীসা। সভায় সভাপতিত্ব করেন জনাব ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, নোয়াখালী সদর; জেলা সমবায় অফিসারসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

     বগুড়ার শিবগঞ্জ  উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।এসময়  উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত  উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা সমবায়ের সহকারী পরিদর্শক মাহবুবুর রহমান,উদ্যেক্তা ইকবাল হোসেন, সাজু মিয়া, মাহমুদুল হাসান মিলন, আবু রহিম সহ উপজেলার বিভিন্ন সমবায় উদ্যেক্তাগণ। 

    সভায় বক্তারা বলেন পল্লী অঞ্চলে আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে পল্লীর মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপযুক্ত প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কাজ করছে।দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। 

    কলাপাড়ায়  “বঙ্গবন্ধুর  দর্শন,   সমবায়ে   উন্নয়ন”  -  এই  পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায়, কলাপাড়া - এর উদ্যোগেউপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলাদরবার হলে আলোচনা সভায় মিলিত হয়। এসময়   উপজেলা   সমবায়   অফিসার   ফরিদ   আহ্ম্মেদ’র   সঞ্চালনায়উপজেলা   সহকারী   কমিনার   (ভূমি)   জগৎবন্ধু   মন্ডল’রসভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেনউপজেলা   ভাইস   চেয়ারম্যান   শাহিনা   পারভিন   সীমা,   কলাপাড়াপ্রেসক্লাবের   সভাপতি   মো:   হুমায়ুন   কবির,   কলাপাড়া   পৌর   শহরসমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়াথানার   ওসি   (তদন্ত)   আসাদুর   রহমান   আসাদ,     শাপলা   বহুমূখীসমবায়   সমিতির   সভাপতি   সালাম   বিশ্বাস।   এসময়     বিভিন্নইউনিয়নের   সমবায়   সমিতির   সদস্য   ও   গণমাধ্যমকর্মী   উপস্থিতছিলেন।


    প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর, ২০২০