• সর্বশেষ আপডেট

    বগুড়া শিবগঞ্জে উথলী হাটে নবান্ন উপলক্ষে মাছের মেলা


    শেখর চন্দ্র সরকার, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 
    বগুড়ার শিবগঞ্জউপজেলা সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী উথলী হাটে মাছের মেলা বসে। হিন্দু পুঞ্জিকা মতে পহেলা অগ্রহান  নতুন ধানের নতুন চালের ভাত সাথে নতুন নতুন সবজি আর সাথে যদি থাকে বাজারের সেরা মাছ। 

    এলাকার শিক্ষক সাইদুর রহমান জানান বৃটিশ শাসন আমলে অবিভক্ত বাংলার পোলাদেশী পরগোনার অর্ন্তভূক্ত ছিল কলকাতার লক্ষীবারেরর জমিদার বুথ সিং বুথরাজ এই জমিদারের এই এলাকা তার পরগোনা হওয়ায় জমিদারী পরিচালনা করে আসছিলেন। এলাকাটি হিন্দু বিদ্দেশিত এলাকা ও কৃষি ভিত্তিক অর্থনীতি এলাকা এবং নদী মাতৃক যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে এক সময়ের খড় স্রোতা  করতোয়া নদীর পূর্ব পার্শ্বে জেগে উঠে বালু চড়ে প্রায় ২ শ বছর আগে জমিদার পুত্র খড়গো সিং বাবার নির্দেশে এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে এলাকার জনসাধারণের আথিতওতায় মুগ্ধ হয়ে ৫২ বিঘা জমি হাটের নামে উইল করে দেন। তখন থেকেই হিন্দু বিদ্দেশিত এলাকা হওয়ায় হিন্দু শাস্ত্রমতে পহেলা অগ্রাহয়ন ফসল ঘরে তুলার আনন্দে নবান্ন উৎসবের প্রচলিত হয়। সেই থেকে আজ অবদি ২শত বছর যাবৎ এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা উপলক্ষে এলাকার হিন্দু মুসলিম পরিবারের মেয়ে জামায় আত্মীয় স্বজনদের দাওয়াত করে থাকেন  এলাকাবাসী। আর এই উপলক্ষে এই হাটে বসে বিরাট মাছের মেলা ও নতুন মৌসুমী সবজির বাজার। বাজারটি ঘুরে সরেজমিনে দেখা যায়  এবারেও  ঐতিহাসিক উথলী হাটে গত সোমবার রাত ১টা হতে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে মাছসহ মিষ্টি, শাকসবজি আসতে থাকে। সূর্য উদয়ের সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের ঢল নামে এ নবান্ন হাটে। নবান্ন উপলক্ষে হাটে বড় বড়  মাছসহ বিপুল পরিমান চিড়া, মুড়ি, দই, শীতকালীন শাক সবজি সহ নানা ধরণের খাবারের পসরা সাজিয়ে ক্রেতা বিক্রেতায় মুখরিত হয়েছিল উথলী হাট। এবারে মেলায় রুই মাছ প্রতি কেজি ৪৫০ টাকা, কাতলা- ৬৫০ টাকা, ব্রিগেড-৩০০ টাকা,   নতুন আলু  প্রতি কেজি ৩২০ টাকা, মিষ্টি আলু  ৩৫০ টাকা, কেসর ২০০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা, বাঁধা কপি ৭০ টাকা ফুল কপি ৮০ সীম ৮০  থেকে প্রকার ভেতে ২০০ কেজি পর্যন্ত বিক্রি হয়

    প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০