Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাইডেন

                                        

  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। এর আগে ২০০৮ সালে গড়া বারাক ওবামার রেকর্ড ভেঙে ইতোমধ্যে ৭ কোটির বেশি ভোট পেয়েছেন বাইডেন।

  নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ, হাফিংটন পোস্ট, এপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৭৭ বছর বয়সী বাইডেন মোট ভোট পেয়েছেন ৭ কোটি ৪ লাখ ৭০ হাজার ২০৭টি ভোট। যা মোট ভোটের ৫০ দশমিক ৩ শতাংশ। এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬টি ভোট।

  প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয় ভোটে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। ট্রাম্প মোট ভোট পেয়েছেন ৬ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৯৩৬টি ভোট, যা মোট ভোটের ৪৮ শতাংশ। বুধবার সন্ধ্যা পর্যন্ত এমন তথ্য পাওয়া গেছে।

  এদিকে বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল হাতে এসেছে। এতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে ২১৪টি ভোট।

  যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই হিসাবে জয়ের খুব কাছাকাছিই আছেন জো বাইডেন।  প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০


  Post Top Ad

  Post Bottom Ad