• সর্বশেষ আপডেট

    নোয়াখালী গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেফতার



    মোঃইব্রাহিম,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ইউপি সদস্যসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ ও একই ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের নোয়াব আলী ব্যাপারী বাড়ির লোকমান মিয়ার ছেলে সাজু (২১)।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বলে জানান তিনি।এ নিয়ে ওই ঘটনায় এপর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদলও রয়েছেন।এর আগে ওই ঘটনায় কয়েক দফা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন মামলার প্রধান আসামি বাদল, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মো. আব্দুর রহিম ও মো. রহমত উল্যাহ (৪১)।বাদলকে ঢাকা থেকে এবং দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জ থেকে। তার আগে গত রবিবার বিকেল ৪টায় গ্রেফতার করা হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. আব্দুর রহিমকে এবং ওইদিন রাত ১১টায় একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় ওই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহকে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে ভুক্তভোগী গৃহবধূর বিয়ে হয়। স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। গত ২ সেপ্টেম্বর রাতে স্বামী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। স্থানীয় দেলোয়ার বিষয়টি জানতে পেরে এলাকার রহিম, বাদল, কালামসহ অন্য সহযোগীদের নিয়ে গৃহবধূর বাড়িতে যান। সেখানে তাঁরা স্বামীসহ ওই গৃহবধূ অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ এনে নির্যাতন চালান। গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন তাঁরা। দেলোয়ারের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।


    প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০