Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  চট্টগ্রামে স্ক্যাভেটরের নিচে চাপা পড়ে শিশুর মরমান্তিক মৃত্যু  দিগন্ত দেস্কঃ চট্টগ্রামের খুলশী এলাকার রাস্তার পাশে নালার খনন কাজ করছিল স্ক্যাভেটরটি। উৎসুক শিশু সেটির পাশে দাঁড়িয়ে তা দেখছিল। হঠাৎ স্ক্যাভেটরটি চলতে শুরু করলে সেটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু সজিব (১০)।

  বুধবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের খুলশীর ওয়ারল্যাস গেইটের ৪ নম্বর লেইনে এ দুর্ঘটনা ঘটে।

  খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আলী বিন কাসেম জানান, ‌নালার খননকাজ চলার সময় একটি স্ক্যাভেটরের পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। হঠাৎ স্ক্যাভেটরটি চলতে শুরু করলে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শিশুটি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


  প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad