• সর্বশেষ আপডেট

    সেনাপ্রধানের নামে ভুয়া ফেইসবুক আইডি, সতর্ক করল আইএসপিআর!


    দিগন্ত ডেস্কঃ ফেসবুকেই শুধু নয়, অন্য কোনও সোশ্যাল মিডিয়ায়ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের ব্যক্তিগত কোনও অ্যাকাউন্ট নেই।

    কিন্তু সেনাবাহিনী প্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট ও আইডি ব্যবহার করে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে। যা সঠিক নয়। সেনাপ্রধানের নামে ভুয়া আইডিতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের ব্যক্তিগত কোনও আইডি বা অ্যাকাউন্ট নেই। কিন্তু সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধান আজিজ আহমেদের (Aziz Ahmed) নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে বিভিন্ন স্ট্যাটাস প্রদান ও তথ্য উপস্থাপন করা হচ্ছে।

    এ সকল ভুয়া আইডি থেকে প্রকাশিত সকল তথ্য ‘মিথ্যা’ হিসেবে গণ্য করতে সকলকে অনুরোধ করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে।


    প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০