• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জগন্নাথপুর পৌর উপ-নির্বাচন, ভোটকেন্দ্র ফাঁকা

                                         
    দিগন্ত নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে ঢিলেঢালাভাবে।

    শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

    জানা গেছে, মেয়র পদে নির্বাচন হচ্ছে মাত্র দুই মাসের জন্য। বিকেলে যিনি মেয়র হবেন তার মেয়াদকাল হবে মাত্র দুই মাস। আগামী ডিসেম্বর মাসে আবার সারা দেশের ৩২৮ টি পৌর নির্বাচনের সময় এই পৌরসভায়ও ভোট হবে। তাই এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ উদ্দিপনা নেই। আগ্রহ নিয়ে কেউ ভোটকেন্দ্রে আসছেন না। এ জন্য ভোটকেন্দ্রগুলো প্রায় ফাঁকা আছে।

    কিছু কেন্দ্রে মেয়র প্রার্থীর লোক ভোটারদের নিয়ে আসছেন। সকালের দিকে কিছু ভোটার উপস্থিতি হলেও পরক্ষণে ভোটকেন্দ্র একেবারে ফাঁকা হয়ে যায়।

    নির্বাচনে মেয়র পদে চার জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিযোগীতা করছেন। তাদের মধ্যে তিন জনই যুক্তরাজ্য প্রবাসী। পৌরসভার ২৮ হাজার ৫৫৯ জন ভোটারদের ভোট প্রয়োগের কথা রয়েছে। বিগত ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে আব্দুল মনাফ মেয়র নির্বাচিত হন।

    উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মারা গেলে ফেব্রুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

    প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০