• সর্বশেষ আপডেট

    মাদক সন্ত্রাস ধর্ষনের বিরুদ্ধে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সমাবেশ

         ছবি দিগন্ত


     এম এ মেহেদীঃ চট্টগ্রামে  বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আকবরশাহ থানার উদ্যোগে  সন্ত্রাস মাদক বিরুধী, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ, ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আকবরশাহ থানার সেভেন মার্কেট চত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশ জনসমুদদ্রে পরিনত হয়।



     মহানগর আওয়ামীলীগ এর সদস্য, ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ সরোয়ার মোর্শেদ কচির সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত চসিক মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি পাহাড়তলী থানা আওয়ামীলী্গের সভাপতি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল আফসার মিয়া, আকবরশাহ থানা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, ৯নং উত্তর পাহাড়তলী আওয়ামীলীগের আহবায়ক এস এম আলমগীর।

    সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের আহবায়ক, মহিউদ্দিন বাচ্চু। 

    সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস মাদকের সাথে যারা জড়িত তারা আওয়ামীলীগের কেও নয়, মাদক সন্ত্রাসের কোন ঠাই আওয়ামীলীগে নেই, কিছু সুবিধাবাদী আওয়ামীলীগ এর সাইনবোর্ড ব্যবহার করে নানান অপকর্ম করে দলের বদনাম করছে, সভা থেকে আগামী সিটি নির্বাচনে আওয়ামীলীগ মননীত প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানানো হয়।

    দুপুর থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সমাবেশে আসেন, তাছাড়া দলমত নির্বিশেষে  সাধারন মানুষ জনসভায় অংশগ্রহণ করেন, বিকেল হতেই সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।



    ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল ওয়াজেদ খান রাজিবের সঞ্চালনায়, আরো  ছিলেন,  ফরিদ নেওয়াজ, মহানগর যুবলীগ নেতা মোঃ বেলাল, মহানগর যুবলীগ নেতা নুরুল আনোয়ার, ৯,১০,১৩ মহিলা কাউন্সিলর প্রার্থী তাছলিমা নুরজাহান বেগম  রুবি, সাজেদা আক্তার, মোহাম্মদ আলী বাবলু, হেকিম খন্দকার মোহাম্মদ হোসেন, তারেক জামাল, মোঃ বেলাল,  রফিকুল ইসলাম টিটু, জমির উদ্দিন মাসুদ, মোঃ জাহাঙ্গীর, মো পাবেল ইসলাম, নুরুল আরেফিন রিয়াদ, রিয়াজুল ইসলাম লিটন, ফকরউদ্দীন সিজীব, মীর আহম্মদ খোকন, নুর নবী মারুফ,মোশারফ হোসেন ছোটন,  আব্দুল কাদের, মোঃ তৌহিদুল ইসলাম, আবুল কাশেম প্রমূখ।

    প্রকাশিত: শনিবার, ০১০ অক্টোবর, ২০২০