• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোয়াখালী হাতিয়া ইয়াবা সম্রাট মাকসুদ গ্রেফতার

    মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ১শত ৬৫ পিস ইয়বাসহ মোঃ মাকসুদ উদ্দিন ( ৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড। শনিবার উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের তার নিজ বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

    আটককৃত মোঃ মাকসুদ উদ্দিন উপজেলার ৪ নং নলচিরা ইউনিয়নের পঞ্চায়েত গ্রামের মোঃ চৌধুরী মিয়ার ছেলে। কোষ্টগার্ডের হাতিয়া কন্টিজেন্ট কমান্ডার লে: এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসার সাথে জড়িত নিশ্চিত হয়ে শনিবার ভোর রাতে মাকসুদের বাড়ীতে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম।

    এসময় তাকে আটক করে তার দেওয়া তথ্য মতে তার বাড়ী থেকে ১শত ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায় মাকসুদ দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। ইতিমধ্যে তার ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে আইন শৃংখলা বাহিনীকে তা অবহিত করা হযেছে। কোষ্টগার্ড জানায়,শনিবার দুপুরে মাকসুদকে হাতিয়া থানায় সৌপর্দ করা হয়েছে। এব্যাপারে মাদক আইনে হাতিয়া থানায় কোষ্টগার্ড বাদী হয়ে একটি মামলা করেন।

    প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২০