• সর্বশেষ আপডেট

    ১১ বছরের শিশু ধর্ষন ঘটনায় অবশেষে মামলা নিল রাউজান থানা পুলিশ



    উপজেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুরখীল
    নন্দনকাননে তৃতীয় শ্রেনীর ছাত্রী ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় ২দিন পর অভিযুক্ত
    সাধন বড়ুয়া (৬০) এর বিরুদ্ধে মামলা নিল রাউজান থানা পুলিশ। আজ ৫ অক্টোবর
    সোমবার সন্ধ্যায় এ মামলা রুজু হয়। মামলা নং ০৭, তারিখ ৫/১০/২০২০। শিশু ও নারী
    নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় এ মামলা রুজু হয়।
    জানা যায়, ১১ বছরের মাতৃহারা শিশুটির মা মারা যাওয়ায় তার পিসি (খালা)র
    বাড়ীতে পড়াশোনা করত। ঐ গ্রামেরই মৃত যামিনী বড়–য়ার পুত্র সাধন বড়–য়া
    (৬০) মাতৃহারা শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছিলো। ৩
    অক্টোবর শনিবার শিশুটিকে তাদের পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষন করে ৫ শত টাকার
    নোট ধরিয়ে দেয় ধর্ষক সাধন বড়–য়া। ৫শত টাকার নোটটি শিশুটির হাতে দেখে
    তার পিসি শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি সাধন বড়–য়ার দ্বারা একাধিকবার
    ধর্ষনের ঘটনা স্বীকার করে। ধর্ষনের ঘটনার খবর চট্টগ্রামে অবস্থানরত শিশুটির
    পিতাকে অবগত করলে ৪ অক্টোবর রবিবার দুপুর ১২ টার দিকে রাউজান থানায় মামলা
    করতে গেলে নানা অজুহাতে মামলা না নিয়ে রাত সাড়ে ৮টায় থানা থেকে শিশুসহ
    তার পিতাকে গ্রাম্য শালিসের জন্য বাড়ী পাঠিয়ে দেয়। থানায় যাওয়ার খবর
    জানাজানি হলে রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
    মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়–য়া জুনুর চাপে শালিস বৈঠকে বসে
    স্থানীয়রা কিন্তু শিশুটির অভিবাবকরা সমঝোতায় রাজি না হওয়ায় ওয়ার্ড মেম্বার
    অমিত বিজয় বড়–য়া জুনু ভুক্তভোগীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি
    দেন। তারপরও শিশুটির পিতা শিশু কণ্যার ন্যায় বিচারের আশায় আবার ৫ অক্টোবর
    রাউজান থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করতে গেলেও নানা অজুহাতে পুলিশ মামলা
    নিতে বিলম্ব করেন। কিন্তু ধর্ষক সাধন বড়–য়াকে আইন শৃংখলা বাহিনী পরিচয়
    দিয়ে আটক করার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মামলা নেয় রাউজান থানা পুলিশ।
    শিশুটি বর্তমানে রাউজান থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিৎ
    করেছেন শিশুটির পিতা। ধর্ষনের শিকার শিশুটির অভিবাবকরা নানা হুমকির মুখে
    নিরাপত্ত¡াহীনতায় রয়েছেন বলে জানান।
    এদিকে ধর্ষনের মত জঘন্য ঘটনায় গ্রাম্য শালিসের নামে ভুক্তভোগীদের হয়রানীর
    তীব্র প্রতিবাদ জানিয়ে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি করে ধর্ষনের
    শিকার শিশুটিকে মামলা বিলম্বিত করে ২দিন থানায় আটকে রাখার ঘটনায় নিন্দা
    জানিয়েছেন বিভিন্ন মহল। 

    প্রকাশিত: সোমবার, ০৫ অক্টোবর, ২০২০