Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নোয়াখালী চাটখিলে পূজামন্ডপে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১

  chatkhil-pujamandap

  মোঃ ইব্রাহিম নোয়াখালীঃ- নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্টে সুভাষ চন্দ্র দে নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সন্ধ্যায় লোকজনের সাথে পূজা মন্ডপে এসেছিলেন ৬০ বছর বয়সী ওই ব্যক্তি।

  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোমপাড়া সনাতন হরিসভা মন্ডপে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুভাষ চন্দ্র দে প্রসাতপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র দে এর ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাহপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের সোমপাড়া বাজারের পাশ্ববর্তী সোমপাড়া সনাতন হরিসভা মন্ডপে পূজা চলছিল।

  পূজা উপলক্ষ্যে বিদ্যুতের পাশাপাশি মন্ডপে আলোর জন্য জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় পূজা দেখতে আসা সুভায় চন্দ্র দে ডেকারেটরের বাঁশের সাথে লাগানো জেনারেটর-বিদ্যুৎ তারে লাইনে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

  Post Top Ad