• সর্বশেষ আপডেট

    হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঈদগড়ে মিছিল

    মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র

    হামিদুল হক, রামুঃ- রামুর ঈদগড়ে আজ জুমার নামাজের পর ফ্রান্সে  প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঈদগড় বাজারে অলিতে-গলিতে মিছিল হয়।এরপরে চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এখানে কোরআন তেলাওয়াত করেন মুফতি তারেক মনোয়ার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি হেলাল উদ্দিন সাহেব(খতিব ঈদগড় কেন্দ্রীয় জামেয়া মসজিদ)।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিদারুল ইসলাম দিদার(সভাপতি ঈদগড় সমাজ কল্যান পরিষদ), ছৈয়দুল হক (সিনিয়র শিক্ষক) ঈদগড় বদর মোকাম মাদ্রাসা, মৌলবী সৈয়দ নূর (মোহতামিম চড়পাড়া মাদ্রাসা), বনি আমিন(শ্রমিক নেতা ও সমাজ সেবক), ছাত্র রিয়াজুল আলম,মোনাজাত পরিচালনা করেন মৌলানা সৈয়দ নূর,অনুষ্টানটি পরিচালনা করেন মাস্টার শহিদুল ইসলাম।বক্তাগন অনতিবিলম্বে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের প্রশ্রয়দাতা ফান্স সরকারের সর্ব প্রকারের পন্য বর্জন সহ বাংলাদেশে এদের দূতাবাসের তীব্রনিন্দা ও প্রতিবাদের দাবি জানান।অন্যথায় এর চেয়ে আরো কোঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী জানান।

    প্রকাশিত: শক্রবার, ৩০ অক্টোবর, ২০২০