Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  আমাদের অনেক কিছু শিখার আছে

  আমাদের অনেক কিছু শিখার আছে
  ----------------------------------

  মানুষ মাত্রই ভুল! ভুল মানুষেরই হয়! তবে
  তা শুধরে নিয়ে যিনি জীবন সাজায়
  তাকেই ভালো মানুষ বলে।

  মানুষকে সত্য পথে আনতে ন্যায়ের
  পথে টানতে সহমর্মিতা ও ভালোবাসার
  কোনো বিকল্প নেই।

  কোনো মানুষই বঞ্চনা-
  ধিক্বারের জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে
  পারে না। জীবনের কোনো দূর্ঘটনা বা
  অভাবের তারনায় অথবা কোনো দুঃখ-
  শোকে পাপের পথে পা বাড়িয়েছে।
  অথচ সে এর থেকে পরিত্রাণ চায়।
  কিন্তু আমাদের ঘৃণা আর তুচ্ছ-তাচ্ছিল্যের
  বোঝায় চাপা পড়ে ইচ্ছায় অনিচ্ছায়
  আর বের হতে পারেনা।
  তাদের দুঃখভরা হৃদয়ের কথাগুলো কেউ
  শুনতে চায় না।

  কিন্তু আমরা কী একবারের জন্যও ভেবে
  দেখেছি, আমার আপনার সামান্য সুন্দর
  ব্যবহার একটু সহমর্মিতা দরদমাখা একটি
  শান্তনার বাণী পরিবর্তন করে দিতে
  পারে তার জীবনের গতিধারা।

  কোনো মানুষকেই ছোট করে দেখা নয়,
  ধরে নিতে হবে সবার মাঝেই একটি
  ভালো মানুষি বিদ্যমান। প্রয়োজন শুধু
  একটু ভালোবাসা। বুঝিয়ে শুনিয়ে
  মহব্বতের সাথে একটু বুঝাতে
  পারলেই দেখা যাবে- ইবনে
  খাত্তাবের মতো তার পরিবর্তন
  আল্লাহর পথে চলে আসতে পারে।
  হয়ে যেতে পারে দেহয়ায়ে কালবীর মতো
  আত্ম-অনুশোচনায় বিভোর এক পরিশুদ্ধ
  যুবক।

  দোষে-গুণে মানুষ। কিন্তু আমরা শুধু
  দোষগুলো চর্চা করে তাকে আরো দূরে
  সরিয়ে রাখি। সামান্য একটু ভুলের
  প্রচার করি অনেক বড়ো করে। তাতে
  আমাদের কোনো লাভ নেই, তবে চরম
  লজ্জা, অপমান নিয়ে নিজের উপর আস্থা
  হারিয়ে বসে থাকে ঐ মানুষটি।

  একবার মুবাল্লিগে ইসলাম ইলিয়াস রহ.
  গ্রাম্য একবাড়িতে দাওয়াত গ্রহণ
  করলেন।খির পাকানো হলো। বরকতের
  জন্য প্রথমে হযরতের সামনে রাখলেন।
  হযরত সামান্য মুখে নিয়ে বললেন
  মাশা-আল্লাহ! অনেক সুস্বাদু হয়েছে!
  তবে সবগুলো আমি একাই খাবো!  অন্য
  কাউকে দেবো না!

  হঠাৎ তার এমন আচরণে সাথীরা একটু
  বিশ্মিত হলেও রহস্য মনে করে সবাই স্বানন্দে গ্রহণ করে নিলেন।
  সবটুকু খাওয়া শেষে যখন পাত্রটি ভিতরে পাঠালেন।  তখন বাড়ির গৃহিনী আঙ্গুলের মাথায় নিয়ে একটু মুখে
  দিতেই অবাক হয়ে গেলেন! আরে আমিতো মিঠাই এর পরিবর্তে লবণ দিয়েই তা পাকিয়েছি!

  ইতিহাস লিখে নিলো অন্যের দোষ
  গোপন করার এক অনন্য উদাহরণ।
  যার থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।
  আল্লাহ আমাদের বুঝার তাওফীক দান
  করুন -আমীন।

  মোহাম্মদ তাজুল ইসলাম
  গাজীপুর।

  প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad