• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহ বিদ্যুৎ পাওয়ার স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড

    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহ বিদ্যুৎ পাওয়ারে ভয়াবহ আগুন ময়মনসিংহ নগরীর কেউওয়াটখালি বিদ্যুৎ পাওয়ার কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ আগুনের সুত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।ময়মনসিংহ বিদ্যুৎ পাওয়ার ডিভিশন ২ এর প্রধান প্রকৌশলী ইন্দ্রজিত খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে কেওয়াটখালী বিদ্যুৎকেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে।

    সেখানে ৩টি ট্রান্সফরমা ছিল। তারমধ্যে একটি সম্পূর্ণ পুড়ে যায়। এখন ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ টি জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত করে ক্ষতির পরিমাণ বের করা হবে বলেও জানান তিনি।

    প্রকাশিত: বুধবার ০৯, সেপ্টেম্বার ২০২০