Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  পাইকগাছায় উপ-র্নিবাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার ইকবল মন্টুর গনসংযোগ।


  ইমদাদুল হক, পাইকগাছা-খুলনাঃ- পাইকগায় উপ-র্নিবাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার ইকবল মন্টু মহুরুম সাবেক সংসদ সদস্য এ্যাড, শেখ মোঃ নূরুল হক, সাবেক আ'লীগের সভাপতি শেখ বেলাল উদ্দীন বিলু, স,ম ওমর অলী, সরদার নূর আলী, গাজী নজরুল ইসলামের কবর জেয়ারাতের মধ্যে দিয়ে র্নিবাচনের প্রচার  প্রচারনার, গনসংযোগ শুরু করেছেন।

  শুক্রবার দিনভোর এ গনসংযোগে ও কবর জেয়ারতে উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহম্মদ শহিদুল্লাহ, নির্মল অধিকারী, সৈয়েদুর রহমান সরদার, প্রভাষক ময়নূল ইসলাম, জগদিশ রায়, আকরামুল ইসলাম, শেখ জিয়াদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, আমিনুর রহমান লিটু, গাজী শহিদুল ইসলাম, অনিমেশ মন্ডল,ইদ্রিস আলী, দিপংকর মন্ডল, রায়হান পারভেজ রনি, সাহিন শাহা বাদশা, রাসেল, সালাউদ্দীন, শাহিনুর রহমান প্রমুখ।

  চাঁদখালী ইউনিয়নে গনসংযোগে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুনছুর আলী গাজী, রব্বানী শেখ, জি মোরশেদ বাউলী, নূরুল ইসলাম, আঃ করিম মোড়ল, সুব্রত মন্ডল, আলামীন গাজী, হারান চন্দ্র অধিকারী, আঃ গফুর প্রমুখ।

  প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad