• সর্বশেষ আপডেট

    সিনহা হত্যা মামলায় আরো ৩ জন আটক

    হামিদুল হক, রামুঃ- মেজর (অবঃ) সিনহা হত্যা মামলায় সন্দেহজনকভাবে ধৃত ৩ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ৩জন আসামীকে ১১ আগস্ট বুধবার বিকেলে কক্সবাজার আদালতে আনা হয়। সরকারি ছুটিকালীন দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

    একইসাথে মেজর (অবঃ) সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এই ৩ জন আসামীর প্রত্যেকের জন্য ১০দিনের করে রিমান্ড আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন রিমান্ড আবেদন বুধবার ১২আগস্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৩ (টেকনাফ) এর আদালতে শুনানির জন্য দিন ধার্য করেছেন। কক্সবাজারের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশ পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
    এর আগে, মঙ্গলবার ১১ আগস্ট ভোর রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর কর্মকর্তা মেজর মেহেদী।

    জেল হাজতে পাঠানো এই ৩ জন সন্দেহজনক আাসামী ৩১জুলাই রাতে মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যাকান্ডের পর পুলিশের দায়েরকরা ২টি মামলার এজাহারভুক্ত সাক্ষী হিসাবে নাম আছে। মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যায় তাঁর বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে দায়েরকৃত টেকনাফ থানার ৯/২০২০ নম্বর মামলায় আসামী হিসাবে তাদের নাম নেই।

    প্রকাশিত: মঙ্গলবার ১১, অগাস্ট ২০২০