• সর্বশেষ আপডেট

    ময়মসিংহে নদিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামে ব্রহ্মপুত্রের শাখা নদে ঠেলাজাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মুসলেম উদ্দিন(৭৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ১০ আগস্ট বিকেলে এগটনা ঘটে।নিহতের পিতার নাম মৃত মিয়া বক্স ফকির।
    এলাকাবাসী এবং নিহতের ভাইরা ভাই মকবুল হোসেন জানান, সকালে মুসলেম উদ্দিন বাড়ীর পাশে ব্রহ্মপুত্র শাখা নদে ঠেলাজাল দিয়ে মাছ ধরতে যায়।দুপুর গড়িয়ে গেলেও মুসলেম উদ্দিন বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী আছিয়া খাতুন স্বামীর খুঁজ করতে থাকেন। বিকেল বেলায় প্রতিবেশীরা চরউত্তরবন্দ আবুল হোসেন ব্রীজের নিকট একটি লাশ ভেসে থাকতে দেখে পরিবারের নিকট খবর পৌছান। পরে পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করেন এবং মৃত দেহ বাড়িতে নিয়ে আসে।নিহত মুসলেম উদ্দিন তার ভাইরা ভাই মকবুল হোসেনের বাড়িতে চার বছর যাবত স্থায়ী ভাবে বসবাস করেছন। তার পৈত্রিক বাড়ী ত্রিশাল উপজেলার রামপুর গ্রামে।

    প্রকাশিত: সোমবার ১০, অগাস্ট ২০২০