Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  দুই হাসপাতালকে এগার লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত!

  মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের চান্দনা চৌরাস্তায়  সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও সেবা জেনারেল হসপিটাল অ‌্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

  সোমবার (১০ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-১ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয় গঠিত টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করে।

   ভ্রাম্যমাণ আদালত  হাসপাতাল দুটিকে ১১লক্ষ  টাকা জরিমানা করে। এর মধ‌্যে সিটি মেডিক‌্যাল হাসপাতালকে সাড়ে সাত লক্ষ টাকা এবং সেবা জেনারেল হসপিটাল অ‌্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে তিন লক্ষ  টাকা।
  অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র‌্যাব-১ গাজীপুরের কোনাবাড়ি ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম জানান, নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা প্রভৃতি অভিযোগে হাসপাতালদুটিকে এ জরিমানা করা হয়।

  প্রকাশিত: মঙ্গলবার ১১, অগাস্ট ২০২০

  Post Top Ad