• সর্বশেষ আপডেট

    সিনহা হত্যা : চার পুলিশসহ ৭ আসামিকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ

    হামিদুল হক,রামু,(কক্সবাজার): টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় বোনের দায়ের করা মামলায় চার পুলিশ সদস্যসহ সাতজনকে সাতদিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে নেওয়া হয়।

    আদালতে সোপর্দ করা চার পুলিশ সদস্য হলেন- কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া।

    এ ছাড়া অন্য তিনজন পুলিশের দায়ের মামলার স্বাক্ষী। তারা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

    গত ১২ আগস্ট আদালত চার পুলিশ সদস্যসহ এ সাতজন আসামির প্রত্যকের সাত দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২০, অগাস্ট ২০২০